নরসিংদীর বেলাবোতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আবু তারেক আল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বারৈচা বাজার সমবায় সমিতির সভাপতি বিএনপি নেতা মশিউজ্জামান (মশি), নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিছুল হক (মেম্বার), রফিক (মেম্বার), নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক সুমন মিয়া, বিএনপির নেতা মোবারক হোসেন, আবুল বাদশা প্রমুখ।