ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) যাত্রা শুরু করলো আইএসইউ কালচারাল ক্লাব। বৃহষ্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
কালচারাল ক্লাবের মডারেটর ইংরেজি বিভাগের চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) সুলতানা মুশফিকা রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার ফাইজুলস্নাহ কৌশিক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মুহম্মদ কামরুজ্জামান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, আইন বিভাগের চেয়ারপার্সন রাশেদ আহমেদ, সিআরডিপির পরিচালক মাহবুবুর রহমান, ক্লাবের উপদেষ্টা এস. এম. নাসের ইকবাল ও ক্লাবের মডারেটর মুর্শিদা রহমান, জগলুল হক মৃধা প্রমুখ। অনুষ্ঠানে কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে সজীব হোসেন, সাধারণ সম্পাদক নুরুন্নাহার সুইটিসহ ৩৮ সদস্যের ১ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।