বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ কোন্দল ও দলীয় চেইন অব কমান্ড না মানায় দুই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলার ইউনিয়নগুলো হলো- তেলীগাতী ও বলইবুনিয়া।
বুধবার বিকালে পৃথক পৃথক কর্মিসভায় ওই দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
তিনি জানান, দলীয় কার্যক্রম গতিশীল করতে বলইবুনিয়া ও তেলিগাতি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তিনি নিজেই উভয় ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন। আর এ কর্মিসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, আসাদুজ্জামান মিলন, মহিলাদল সভাপতি সাবিনা ইয়াসমিন টুলু ও শ্রমিকদল সভাপতি মো. মজনু মোলস্না উপস্থিত ছিলেন।