সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রশিক্ষণ প্রদান

ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত গোখাদ্য সরবরাহের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন খামারিকে সাইলেজ তৈরির সরঞ্জাম ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আখতারুজ্জামান প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে দুইটি পর্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। সেলের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজার সভাপতিত্বে রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আ.ত ম আব্দুলস্নাহেল বাকী ও সহকারী পরিচালক মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন আই কিউ এসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূরে আলম ও অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান।

পরিচ্ছন্নতা অভিযান

ম ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস 'পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান' কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। এতে কয়েক ধাপে ৪০ বস্তা বজ্য কুড়ান সংগঠনের সদস্যরা।

অভিযান চলাকালীন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন এবং গ্রিন ভয়েসের উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির কার্যক্রম পরিদর্শন করেন এবং যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ফ্রি স্বাস্থ্যসেবা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষুবিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় গ্রাম বিকাশ কেন্দ্র ডুগডুগি প্রকল্প অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন গ্রাম বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপক- আইটি প্রধান জেহান মোহাম্মদ সাদাত। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. শফিউল আলম সবুজ। উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব, শাখা ব্যবস্থাপক মইনুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রমুখ।

বাজার মনিটরিং

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন। এ সময় মূল্য তালিকা না থাকায় ২টি মামলায় দুলাল স্টোরের দুলাল বাবুকে ৫ হাজার ও হাজী জেবল স্টোরের আব্দুল হালিম ৪ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানে পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম কামালউদ্দীনের সভাপতিত্বে এবং জৈষ্ঠ প্রভাষক মনসুর কামাল নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিভুতি কুমার রায়, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জ্যৈষ্ঠ প্রভাষক রফিকুল ইসলাম, আসাদুজ্জামান ও মঞ্জুর কাদের, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, শিক্ষার্থী প্রিয়াংকা প্রমুখ।

সমন্বয় সভা

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, থানার ওসি রেজাউল করিম রেজা, উপজেলা আইসিটি অফিসার রেজাউল হাসান।

বন্যার্তদের ত্রাণ বিতরণ

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে বৃহস্পতিবার আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ করেছে। উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমে প্রধান অতিধি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আজাহার আলী, সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পিআইও মিল্টন দস্তিদারসহ সরকারি কর্মকর্তারা।

বিনামূল্যে সার-বীজ

ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলী উপজেলায় ২০২৪-২৫ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ডাল, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুলস্নাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান প্রমুখ।

ইউএনও'র মতবিনিময়

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ম সভা করেছেন নবাগত ইউএনও পলস্নব হোম দাস। গত বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ আরও অনেকেই। নবাগত উপজেলা নির্বাহী অফিসার জানান, 'সবার কথা লিপিবদ্ধ করেছি। এক মাসের মধ্যে এগুলো নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করে সাংবাদিকদের সহযোগিতা বাস্তবায়নে ভূমিকা রাখব।'

চেক বিতরণ

ম বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে 'পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩' প্রকল্পের আওতায় ১০০ জন দুস্থ নারীকর্মীর সঞ্চিত অর্থের এক কোটি ২০ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখ।

সভা অনুষ্ঠিত

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নিকলী উপজেলায় গত ২১ অক্টোবর এসিআই মটরস লিমিটেডের সোনালীকা ডে ক্যাম্পেইন জিএম আতিয়ার রহমানের উপস্থিতিতে ৩৬০ জন গ্রাহককে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করা হয়েছে। এ সার্ভিসের মাধ্যমে নিকলী উপজেলা পরিষদ চত্বরের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি অভ্যর্থনা, সোনালীকা ট্রাক্টর ক্রয়ে বিশেষ ছাড় ও গিফট, ঘর সাজানো অফার, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ, গাড়ি ফ্রি সার্ভিসিং, পার্টস ক্রয়ের ওপর বিশেষ ছাড়, বিভিন্ন গেইমস শো, গ্রাহক মতামত, ট্রাক্টর ডেলিভারি উৎসব এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। ৬০-৭০টি সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রিজিওনাল সেলস্‌ ম্যানেজার মমিনুর রহমান, রিজিওনাল ম্যানেজার সার্ভিস, ডিলার মামুন মিয়া প্রমুখ।

ওরিয়েন্টেশন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। হাটকালুপাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রজেক্ট ম্যানেজার দুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা (এফএসটিআইপি) প্রজেক্ট অফিসার সাহানাজ আক্তার, আত্রাই উপজেলা কমিউনিটি অর্গানাইজার আদুরী খাতুন প্রমুখ।

বীজ-সার বিতরণ

ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র-প্রান্তিক ২ হাজার ৪১০ জন কৃষককে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা চত্বরে চাষিদের সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল চন্দ্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় প্রমুখ। উদ্বোধনীর দিনে ১ হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

কমিটি ঘোষণা

ম নড়াইল প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামকে সভাপতি ও কালিয়ার মুফতি শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নড়াইল শাখার মতবিনিময় সভা শেষে কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মুফতি মিরাজুল হক, মাওলানা ইকরামুল হক, রিয়াজুল হক, মুফতি মঈনুদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, কবির হোসেন, জিলস্নুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভা

ম সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য বেগম রোমানা মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা জামায়াতে ইসলামীর আমির শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিরাজগঞ্জের সভাপতি মুফতি মুহিবুলস্নাহ, হেফাজত ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল জব্বার প্রমুখ।

উপশাখা উদ্বোধন

ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে পূবালী ব্যাংক পিএলসির ২০৯তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জৈনা বাজার নয়েছ টাওয়ারে এ উপশাখা উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বিলস্নাল হোসেন সেলিম, জৈনা শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান নয়েছ, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক ফারুক হোসেন প্রমুখ।

বীজ-সার বিতরণ

ম সুজানগর (পাবনা) প্রতিনিধি

পাবনার সুজানগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিতরণ উদ্বোধন করেন ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারুক হোসেন চৌধুরী। এ সময় উপসহকারী কৃষি অফিসার সাইদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ।

ওয়ার্কশপ অনুষ্ঠিত

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির লেসন লার্ন ও প্রি ডিজাস্টার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইইউএনও তানভীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রনজন বড়ুয়া রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উখিয়া থানার ওসি শামীম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, উখিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির পিএমও এর ডিআরআর সেক্টর প্রধান সজিব কামাল মুন্সি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে