মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় রংপুরে ব্যবসায়ী ও কেরানীগঞ্জে নারী নিহত

স্বদেশ ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় রংপুরে ব্যবসায়ী ও কেরানীগঞ্জে নারী নিহত
সড়ক দুর্ঘটনায় রংপুরে ব্যবসায়ী ও কেরানীগঞ্জে নারী নিহত

সড়ক দুর্ঘটনায় রংপুরে ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে, ঢাকার কেরানীগঞ্জে বাসচাপায় নারী নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাজেদুল ইসলাম (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাজেদুল। তিনি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের ধান ব্যবসায়ী।

জানা যায়, মাজেদুল তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলে আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার (৩৮) শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মাঝিকান্দি গ্রামের মোহাম্মদ আলী মাতবরের মেয়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি বাসের চাকা পাঞ্চার হয়ে ব্রেক ফেল করে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর উঠে যায়। এতে শরীয়তপুর পরিবহণ বাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি জব্দ করলেও কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য বর্তমানে ওই নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে