মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কানাইঘাটে জমি বিরোধে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

পাবনায় প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
কানাইঘাটে জমি বিরোধে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা
কানাইঘাটে জমি বিরোধে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী ছেলের সামনে বাবাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, পাবনায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। অন্যদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকেরে মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী ছেলের সামনে বাবা ফয়জুল হোসনকে (৬৮) কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাও গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের মূল ঘাতক এলাকার বহু অপকর্মের হোতা সুলতান আহমদকে (৫০) গ্রেপ্তার করেছে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো রাম দা জব্দ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ফয়জুল হোসেনের সঙ্গে চাচাতো ভাই মৃত আব্দুল জলিলের ছেলে সুলতান আহমদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত কয়েকদিন থেকে ধারালো দা নিয়ে সুলতান চাচাতো ভাই ফয়জুল হোসনকে হত্যার পরিকল্পনা করছিল। শুক্রবার সকালে ফয়জুল তার প্রবাসী ছেলে আলী রাজাকে নিয়ে বসতঘরে ছিলেন। তখন ধারালো রাম দা নিয়ে সুলতান অকথ্য ভাষায় গালিগালাজ করে ফয়জুল ও তার ছেলের দিকে দা নিয়ে কোপানোর চেষ্টা করেন। রাজা সরে গেলে সুলতান রাম দা দিয়ে ফয়জুল হোসনের মাথা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে স্থানীয়রা সুলতান আহমদকে তার বসত ঘরে ঘেরাও করে রেখে থানায় খবর দেয়। পুলিশ এসে সুলতানকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের ছেলে কাতার প্রবাসী আলী রাজা বাদী হয়ে থানায় সুলতান আহমদসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনার আতাইকুলায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে আসিফ (৩২) নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিলের পশ্চিম পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জানা গেছে, আসিফের গঙ্গারামপুর এলাকায় প্রায় ৪ বছর আগে একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি আসেন।

গত বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জালসায় যান আসিফ। সেখান থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচার বাড়িতে যান। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয় 'আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে, দ্রম্নত নিয়ে যান।' এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

নিহতের ছোট ভাই নিরব হোসেন বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আতাইকুলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটাপড়ে বুদু মিয়া (৪০) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের দক্ষিণের রাউটার সিগনাল সংলগ্ন বারকোনা নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুদু মিয়া বারকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে ও পেশায় একজন দিনমজুর ছিলেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফকরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃতু্যর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে