হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের কৃতী সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। অপরদিকে বিভিন্ন দাবিতে চাঁদপুর, গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁর মান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক, স্বাস্থ্য ও সমাজ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুলস্নাহকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর আয়োজনে এতে বক্তব্য রাখেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক নজিবর রহমান, প্রভাষক রহমত আলী, প্রভাষক তাপস পাল অসীম, প্রভাষক রনি দাশ, প্রভাষক মোছা. খাদিজা বেগম, প্রভাষক মোছা. শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কলেজের ক্রীড়া শিক্ষক দ্বীপক চন্দ্র দাশ, গ্রন্থাগার প্রভাষক গাজিউর রহমান প্রমুখ।
চাঁদপুর প্রতিনিধি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে ডাকাতিয়া নদীর ভাঙনে চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলার জমাদার বাড়ি, খান বাড়ি ও গাজী বাড়ির প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরও চার শতাধিক ঘরবাড়ি ভাঙন আতঙ্কে রয়েছে। শুক্রবার সকালে ভাঙন থেকে রক্ষা করতে দ্রম্নত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। ইতোমধ্যে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নিকট একাধিকবার স্মারকলিপি প্রদানের মাধ্যমে অবহিত করা হয়েছে। সর্বশেষ সপ্তাহ খানেক পূর্বে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারণ সম্পাদক লুবানের জামালপুর গরুর হাট দখলের অপচেষ্টাসহ নৈরাজ্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে জামালপুর বাজার কমিটিসহ এলাকাবাসী। শুক্রবার সকালে জামালপুর বাজার কমিটিসহ এলাকাবাসী বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাজার কমিটির সভাপতি ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি অবসরপ্রাপ্ত আব্দুর রহমান পুলিশ ও বাজার কমিটির সদস্য ও সাধারণ ইব্রাহীম দেওয়ান তাদের লিখিত বক্তব্যে জানান, জামালপুর চার রাস্তায় এলাকার যাদের নিজস্ব জমি রয়েছে এমন ২৬৬ জন লোক মিলে তারা প্রায় ১৯ বছর আগে একটি গরুর হাট বসায়। এ বিষয়ে গাজীপুর সেনা ক্যাম্প, জেলা প্রসাশক, পুলিশ সুপার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাজার কমিটির উপদেষ্টা ইব্রাহীম দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাজার কমিটির কোষাদক্ষ একরামুল কবির রাসেল, বাজার বণিক সমিতি সভাপতি মকবুল দেওয়ান, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান মিয়া, বাজার কমিটির সকল সদস্যসহ এলাকাবাসী।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বৃহস্পতিবার উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চবিদ্যালয় মাঠে তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফজলুর রহমান,আজিজুল হক (ওয়ালটন বাবু),আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান পলিন, মুজাহিদ, আতাউর রহমান,আলমগীর হোসেন, রনজিৎ কুমার, সোহাগ ও মমিন রাব্বী প্রমুখ।