নরসিংদীর রায়পুরায় বাংলাদেশসহ ৭টি দেশের ৭ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল 'রায়পুরা ম্যারাথন-২০২৪'।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে শুক্রবার ভোর ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হাসানের সভাপতিত্বে ম্যারাথনের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
উপজেলা পরিষদের প্রধান গেইট থেকে দৌড়বিদরা তিনটি ক্যাটাগরির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ক্যাটাগরিগুলো হলো ১০ কি.মি দৌড় প্রায় ৩শ' জন, ২১ কি.মি দৌড়ে প্রায় ৩শ' জন ও ৪২ কি.মি দৌড়ে একশ' জন প্রতিযোগিতা করেন। এ সময় উপজেলা পরিষদ থেকে হাসনাবাদ পয়েন্ট পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রাস্তার দুই পাশে হাজারো নারী-পুরুষ দাঁড়িয়ে দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দেখা গেছে।
ম্যারাথনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই শতাধিক ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা। পাশাপাশি দৌড়বিদদের শারীরিক চিকিৎসা সেবা নিশ্চিতে ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস টিম। পরে প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামসুল আরেফিন, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ওয়াটসান গ্রম্নপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নদী বাংলা গ্রম্নপের চেয়ারম্যান মুঞ্জুর এলাহী, রায়পুরা ম্যারাথন রানার্স ডিরেক্টর সবুজ শিকদার প্রমুখ।