গাজীপুর মহানগরীর মধ্যে অবস্থিত পরিত্যক্ত ও দখলকৃত সরকারি মজা পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়।
শুক্রবার সকালে মহানগরীর প্রাণকেন্দ্র জয়দেবপুরের রানি বিলাসমনি বিদ্যালয়ের পাশে অবস্থিত বিশাল আকৃতির সরকারি মজা-কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরা পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করেন বিডি ক্লিনের সাড়ে তিন শতাধিক সদস্য।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক নাফিসা আরেফিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমে সহযোগিতা করেন বিডি ক্লিনের সাড়ে তিন শতাধিক সদস্য। শুষ্ক মৌসুমে মহানগরীর বিভিন্ন এলাকায় অগ্নিকান্ড ঘটলে ফায়ার সার্ভিস পানি পায় না। কোনো কারণে অগ্নি দুর্ঘটনা হলে যাতে করে পানি সরবরাহ পাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসক কার্যালয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কায়সার খুসরু বলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রথম অবস্থায় মহানগরীর প্রথমে পাঁচটি পুকুরকে বাছাই করেছেন। তারই অংশ হিসেবে শুক্রবার এই পুকুরটি পরিষ্কার শুরু হয়েছে।