রাঙামাটির নানিয়ারচর উপজেলায় 'প্রেস ক্লাব'র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রেস্ট হাউজের বিপরীত পাশে প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমামের সভাপতিত্বে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক ১ ই বেঙ্গলের লেফটেন্যান্ট কর্নেল তানভির আহমেদ সাদি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তিন পার্বত?্য জেলার চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, থানার অফিসার ইনচার্জ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হালাদার, রাঙামাটি ও উপজেলা ভিত্তিক স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতারা।
এ সময় অতিথিরা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। সাংবাদিকরা সত্য প্রকাশ করবে। এটাই সাংবাদিকদের কাজ।