মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
যৌথ বাহিনীর অভিযানে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

স্বদেশ ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার নিমসার বাজারে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ। অপরদিকে নড়াইল, বাগেরহাট এবং নওগাঁর আত্রাইয়ে অভিযানে পলিথিন জব্দ ও সোয়া ২ লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুমিলস্না জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিলস্না জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ (আট) হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে নড়াইল সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির সেক্রেটারি কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. নবাব মোল্যাসহ অন্যান্য সদস্যরা।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাট উপজেলা সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে ২১টি প্রতিষ্ঠানে মোট ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা হতে সন্ধ্যা পর্যন্ত একটানা এ অভিযান পরিচালিত হয়। বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল ইমরান শুক্রবার সকালে জানান, দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখা, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ নানা অনিয়মের কারণে মোট ২১টি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করাসহ তাদের সতর্ক করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আরমান মোলস্নাহাট থানার ওসি মো. শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫টায় জনসাধারণকে সম্পৃক্ত করে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড সিনথিয়া হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আত্রাই থানা পুলিশের এএসআই মো. বেলাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে