বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
রূপগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবী মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মুক্তি আক্তারের ভাই সোহাগ মিয়া, তার মা দিলরুবি বেগম, খালা নার্গিস বেগম, শাহিনুর বেগম, সোহাগের বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, আবির, দিদার প্রমুখ।

1

সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার বলেন, 'মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পূর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের ভাই-বোনের নামে অশ্লীল ভাষায় কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সজিব একাধিক মামলার আসামি।র্ যাবের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে যান। সজিব জামিনে এসে আমাদের ভয়ভীতি দেখাচ্ছেন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে