বরগুনার তালতলীতে এক রাতে চার বাড়ি থেকে নগদ-টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলাবাগানের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগের রাতেও ওই এলাকার দুই বাড়িতে চুরি হয়। জনবহুল এ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত মানুষ।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, চুরি হওয়া ৪টি বাড়ির তিনটিতে কেউ ছিল না। এ সুযোগে গভীর রাতে এসব বাসায় হানা দেয় চোরচক্র। প্রতিটি বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে তারা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম। তার ঘরে থাকা ২টি এন্ড্রয়েড ফোন, ১টি ট্যাব, ২টি বিদেশি ঘড়ি, আনুমানিক ৩ ভরি স্বর্ণালংকার। এতে তার আনুমানিক ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
ইউএনও নাজির সোহাগ ইসলাম তার ভাড়া বাসায় না থাকার সুযোগে চোরচক্র পস্নাস্টিক ব্যাংক কেটে আনুমানিক ৩৫ হাজার টাকা নেয়। প্রায় ১ ভরি স্বর্ণালংকারসহ আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
তালতলী থানার ওসি কালাম খান বলেন, সকালে ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।