রংপুরের মিঠাপুকুরে লোকজন ভাড়া করে জোরপূর্বক কৃষকের জমির পাকা ধান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক গং নামে এক ভূমিদসু্যর বিরুদ্ধে। এমনকি ধান কেটে চলে যাওয়ার সময় ভাড়াটে লোকজন কৃষকের শিমক্ষেত এবং কয়েকশ' কলা গাছ কেটে ফেলে কৃষকের স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করেন।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, উপজেলার ০২নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর মৌজায় নুরনবী (৬০) নামে ওই কৃষকের নিজ মালিকানাধীন জমিতে ধানসহ শিম এবং কলাগাছ লাগানো ছিল। গত বুধবার তিনটি ট্রলিতে প্রায় ৪০-৫০ জনের অধিক লোকজন দেশীয় অস্ত্র এবং ধান কাটা কাস্তে নিয়ে নুরনবীর জমির প্রায় ৪৯ শতাংশ পাকা ধান কেটে নেয় এবং শিম ও কলাগাছ কেটে ফেলে। এ সময় নুরনবীর স্ত্রী ছকিনা বেগম (৫৩) তাদের বাধা দিলে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার লোকজনসহ আপনাদের সঙ্গে সরাসরি কথা বলব। এই মুহূর্তে কিছু বলতে চাই না।'
মিঠাপুকুর থানার নবাগত ওসি আবু বক্কর সিদ্দিক জানান, 'ঘটনার দিন আমি থানায় যোগদান করেছি। অভিযোগ পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই নুর আলম ঘটনাস্থলে গিয়েছিলেন।'
এসআই নুরআলম জানান, 'অভিযুক্ত ব্যক্তি উল্টো নিজেকে বাঁচাতে কৌশলে ভুক্তভোগীদের বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ দিয়েছেন। লোকজন ভাড়া করে ধান, শিমগাছ এবং কলাগাছ কাঁটার অভিযোগে সত্যতা পাওয়া গিয়েছে।'