রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত ১০

তিন জেলায় সাবেক কাউন্সিলসহ ৩ লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত ১০
কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত ১০

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এদিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক কাউন্সিলরের মরদেহ উদ্ধার ও পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন মোট ১০ জন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ, এলাকায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সঙ্গে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। গত শনিবার গায়েন বংশের কয়েকজন ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দার বংশের লোকজন তাদের মারধর করে। এর জেরে রোববার সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্র নিয়ে গায়েন বংশের লোকজন তাদের উপর গুলিবর্ষণসহ হামলা চালায়। হামলার ঘটনায় তৌহিদ সর্দারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দার মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে শশুর বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত যুবকের নাম সিফাত হাওলাদার (২২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাও গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বনসেমন্ত গ্রামে গত শুক্রবার দিনগত রাতে তার শশুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

লৌহজং থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার রাতে খাবার খেয়ে সিফাত স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে দেখেন তার স্বামী সিফাত বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সিফাতের প্রেমের বিয়ে, যা সিফাতের বাবা-মা মেনে নেননি। বিষয়টি নিয়ে রাতে বাবা-মার সঙ্গে ঝগড়া করেন সিফাত। সে কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা ধারণা করছে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে আব্দুল হাই (৪৬) নামের এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়। নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

জানা যায়, আব্দুল হাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও ঋণগ্রস্ত ছিলেন। তার নামে একটি চেকের মামলা ছিল। এরকম নানা কারণে মানসিক চাপে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীর পাকশী রেলওয়ের লাইনে দৌঁড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। গত শনিবার রাতে পাকশী রেলওয়ে লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিত আহমেদ রাতুল (১৮) রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। এ সময় গুরুতর আহত হন ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামের মাহাবুবের ছেলে আরিফ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি জিয়াউল রহমান।

আহত আলিফ জানান, প্রতিদিনই আমরা দুই বন্ধু দৌঁড়াতে যেতাম। শনিবারও ইপিজেড ছুটির পর দৌঁড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই ট্রেন আসছে। বুঝে উঠতে পারিনি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এ জন্য আমরা বাম সাইড দিয়ে দৌড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে