রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কালিহাতীতে ৯ জুয়াড়িসহ ১৯ জন গ্রেপ্তার

ছয় জেলায় আরও ১৫ জন আটক
স্বদেশ ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
কালিহাতীতে ৯ জুয়াড়িসহ ১৯ জন গ্রেপ্তার
কালিহাতীতে ৯ জুয়াড়িসহ ১৯ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের কুলাউড়া, চট্টগ্রামের সাতকানিয়া, নেত্রকোনার কেন্দুয়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ময়মনসিংহের মুক্তাগাছা ও ফেনীর পরশুরাম থেকে ১৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বেহেলাবাড়ি নদীর পাড়ে নাজমুলের বাড়ির সামনে ও মমিননগর জামতলার জামাল পাগলার পুকুরপাড়ে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলার আরও ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- উপজেলার মমিননগর গ্রামের আ. মালেক (৫৫), মো. মিণ্টু (৪৫), কোকরাইল গ্রামের শাহআলম (৩০), রাব্বি (২৯), দত্তগ্রামের আল আমিন (৩৫), বেহেলাবাড়ি গ্রামের জুলহাস (৩৫), মিজানুর (৪৫), রুবেল (৪৪), ফারুক মিয়া (৩৪)।

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহাবুবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আব্দুর রব মাহাবুবকে দক্ষিণ গিয়াসনগর এলাকার নিজ বাড়ি থেকে, জয়চন্ডী এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি লোকমান মিয়া ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি দেলওয়ার হোসেন লেবুকে আটক করে।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম জেলার সাতকানিয়া অতিথির ছদ্মবেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও জনসমাগম এলাকায় চুরির কাজে লিপ্ত এক রোহিঙ্গা নারীসহ চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার মৌলভীর দোকান এলাকার ইকবাল কনভেনশন হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলো- কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের মেয়ে কালা বানু (২৬), মৃত বদিউল আলমের মেয়ে জাহানু বেগম (৩৫) ও উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত করিম মোলস্নার মেয়ে ছেনোয়ারা বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দ্রম্নত বিচার মামলায় গোলাম রাব্বানী নামে একজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার সন্ধ্যার পর কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মোড় থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় স্থানীয় ও থানা সূত্রে। রাব্বানী কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ উপজেলার পাঁচ রুখি এলাকার একটি ভাঙচুরের মামলার এক আসামিসহ অপর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত এক আসামিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে। তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা নগরপাড়া এলাকার মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম ওরফে সাব্বির ও হাইজাদী ইউনিয়নের তিল চন্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. হান্নান মিয়া।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- মানকোন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিলস্নাল হোসেন, বাশাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও উপজেলা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর হওয়া একাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে ছাত্র হত্যাকান্ডের ঘটনায় জড়িত উপজেলা শ্রমিক লীগ নেতাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পরশুরাম থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হলো- পরশুরাম উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালাম কালা (৪৮), পৌর এলাকার ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহাদী হাসান (২৩), চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা ৯নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব সাকিব (২৩)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে