রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ২০২৪ উদযাপন

স্বদেশ ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ২০২৪ উদযাপন
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে-২০২৪ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী -যাযাদি

বেরোবি ও মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দেড়যুগ পূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৪ উদযাপন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

বেরোবি প্রতিনিধি জানান, তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের দেড়যুগ পূর্তি এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৪ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে কেক কাটা হয়।

সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ও বেরোবি একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগ প্রতিষ্ঠার তারিখ ১০ নভেম্বর। এটি একইসঙ্গে বিরল ও সৌভাগ্যের ঘটনা। এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে দৃঢ় বন্ধন, তা সবা বিভাগের জন্য অনুকরণীয়। এ ধরনের জিরো ডিসটেন্স ও বন্ধন বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদসহ এআইএস বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালযের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

পরে একাডেমিক ভবনের সেমিনার হলে 'করাপশন পারসেপশনস এন্ড থিওরি ডেভেলপমেন্ট এ জার্নি ফর সোসিওলজি টু একাউন্টটিং অ্যান্ড অডিটিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকরা। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রেশমা পারভীন লিমা।

উলেস্নখ্য, ১৯৭২ সালের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার এ দিবস প্রথম পালন করে।

১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির গণিতবিদ লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি ভেনিসে সুম্মা ডি এরিথমেটিকা, জিওমেটিয়া প্রপোরসনি অ্যাট প্রপোরশনালিটা' শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন। এটিই প্রথম বই, যাতে গাণিতিক জ্ঞানকে সংক্ষেপে প্রকাশ করা হয়। এতে ডাবল এন্ট্রি বুককিপিং বা হিসাবরক্ষণ ও বাণিজ্যিক হিসাববিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন।

পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে