রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের কর্মসূচি রুখতে রাজপথে বিএনপি

স্বদেশ ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
আওয়ামী লীগের কর্মসূচি রুখতে রাজপথে বিএনপি
আওয়ামী লীগের কর্মসূচি দমন করতে নারায়ণগঞ্জের ফতুলস্নায় লাঠিসোটা হাতে রাজপথে অবস্থান নেন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা -যাযাদি

শহীদ নূর হোসেন স্মরণে ও 'অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা'র দাবিতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। আওয়ামী লীগের এ কর্মসূচিকে ঠেকাতে রাজপথে নামে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফ্যাসিবাদ আওয়ামী লীগের কর্মসূচি রুখে দিতে এবং শক্ত হাতে দমনে নারায়ণগঞ্জের ফতুলস্না থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে রাজপথে অবস্থান নেন। ফতুলস্না থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে রাজপথে অবস্থান নেন তারা।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুলস্নার লঞ্চঘাট এলাকায় লাঠিসোটা নিয়ে তারা অবস্থান নেন। ফতুলস্না থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী শনিবার গভীর রাতে নেতাকর্মীদের সঙ্গে লাঠিসোটা নিয়ে রাজপথে চলে আসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুলস্না থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, থানা যুবদলের আহ্বায়ক আ. খালেক টিপু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জুয়েল আরমান প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোববার মাঠে ছিল বিএনপি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। তবে এদিন আখাউড়ায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান, জাকির হোসেন, জাবেদ আহম্মেদ, জিয়াউল হাসান, মো. নয়ন. মো. ইমরান প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদের সভাপতিত্বে, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুঁইয়া। আরও বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব হারেজ গণি প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে বেপারীপাড়া মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। পরে বেলা ১২টার সময় সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ওহাব মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, রাজৈর পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খালাসী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে