রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

'সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে'

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
'সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে'

নওগাঁর পোরশা উপজেলাকে মাদক ও নেশামুক্ত করতে সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পোরশা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা।

গত শুক্র ও শনিবার রাতে উপজেলার সরাইগাছি গ্রামে স্থানীয় জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ী, সেবন ও সরবরাহকারীকে ধরে পুলিশে দিতে হবে। আইনের মধ্য থেকে এ উপজেলাকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন তাই করা হবে। এজন্য মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, 'আমি মাদক সেবন করব না, কাউকে মাদক সেবন করতে দেব না।'

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক যুবক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে