রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। রোববার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকার কৃষক আব্দুল গফুর (কন্টেক) এর ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন সরকার।

ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এ দেশের কৃষক-কৃষাণীকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন তিনি।

অসহায় প্রতিবন্ধী কৃষক আব্দুল গফুর বলেন, 'জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কৃষকদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই কৃষকদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া প্রসঙ্গে চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের নেতা আইয়ুব আলী বলেন, 'দরিদ্র কৃষক আব্দুল গফুর শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। আমরা উপজেলা কৃষকদল ও ইউনিয়ন বিএনপির নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি।'

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে অতীতেও পাশে দাঁড়িয়েছে বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের সহসভাপতি হাবিবুর রহমান বলেন, 'আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব।'

ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মণ্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, দপ্তর সম্পাদক রাকিব খান, ৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মালেক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৭নং ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে