শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাজারে নেই বিকল্প তাই পলিথিন নিষিদ্ধ কার্যকর হচ্ছে না

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
বাজারে নেই বিকল্প তাই পলিথিন নিষিদ্ধ কার্যকর হচ্ছে না

বাজারে পর্যাপ্ত কোনো বিকল্প ব্যবস্থা না করেই ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। গত ১২ দিন পরও আটঘরিয়ার হাটবাজার, দোকানগুলোতে পলিথিন ব্যবহার আগের মতোই চলছে। দোকানীদের অভিযোগ, পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে পর্যাপ্ত না আসায় পলিথিন নিষিদ্ধ কার্যকর হচ্ছে না।

আটঘরিয়া উপজেলা দেবোত্তর, আটঘরিয়া, খিদিরপুর, একদন্তসহ বিভিন্ন হাটে আগের মতই পলিথিন ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। দোকানি, বিক্রেতা ও ক্রেতাদের দাবি, পলিথিনের বিকল্প এখনো বাজারে না আসায় পণ্যদ্রব্য ও ছোটখাটো মালামাল কিভাবে ক্রয়-বিক্রয় করবেন- তাদের প্রশ্ন। পলিথিন নিষিদ্ধের আগে কেন বিকল্প কিছু বাজারে পর্যাপ্ত এলো না- ক্রেতাদের এমন অভিযোগ।

বাজারের দোকানি আরমান জানান, 'বিকল্প বাজারে এলেই আমরা পলিথিন ব্যবহার করব না।' খিদিরপুরহাটের এক ক্রেতা বলেন, 'দোকান থেকে ছোট ছোট পণ্যদ্রব্য কিনে আমরা কি পকেটে করে নিয়ে যাব'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে