রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দিনে আরও জমজমাট 'ন্যায্যমূল্যের বাজার'

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দিনে আরও জমজমাট 'ন্যায্যমূল্যের বাজার'

দ্বিতীয় দিনে আরও জমজমাট হয়ে উঠেছে কৃষকের 'ন্যায্যমূল্যের বাজার'। নারী ও পুরুষ ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে কেনাকাটা করতে দেখা গেল। বাজারমূল্যে যখন সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন ক্ষুদে উৎপাদক কৃষকের কাছ থেকে যেন সরাসরি ক্রেতা সাধারণের কাছে শাক-সবজিসহ কৃষিপণ্য পৌঁছায় সে উদ্দেশ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হলো 'কৃষকের বাজার'।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এ উদ্যোগে শুরু থেকেই সরাসরি বাজার মনিটরিং থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বাজারে স্টল দিয়ে বাজার চালুর মূল কাজটি করছে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বাজার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

পেঁয়াজ, মরিচ, সবজি, মাছ-মাংসসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় কাঁচাপণ্য ন্যায্যমূল্যে বিক্রির উদ্দেশ্যে এই কৃষকবাজার চালু করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। আপাতত এ বাজার পরীক্ষামূলকভাবে শুক্র ও শনিবার সপ্তাহে এই দুই দিন করে চলবে। তবে সাধারণ মানুষ চাইলে জেলা প্রশাসন সপ্তাহে সাত দিনই চালানোর উদ্যোগ নেবে।

১ নভেম্বর থেকে সরকারের নির্বাহী আদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই বাজারকে পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য পলিথিন বাদ দিয়ে পাট ও পরিবেশবান্ধব ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। বাজারে দরিদ্র ও দুস্থদের জন্য 'মানবতার সওদাপাতি' নামের স্টল খোলা হয়েছে, যার উদ্দেশ্য সচ্ছল ক্রেতারা তাদের বাজার থেকে কিছু পণ্য স্বেচ্ছায় এখানে দান করলে সেটা বিনামূল্যে পাবেন দুস্থ প্রতিবন্ধী ও অসহায়রা।

বাজার করতে এসে শহরের আশ্রমপাড়ার পারভেজ জানালেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় বাজারে পণ্যমূল্য তারা কিছুটা সস্তা পাচ্ছেন। কহরপাড়ার ক্ষুদ্র সবজিচাষি কালাম এসেছেন তার ক্ষেতের সিম ও বরবটি বিক্রি করতে। তিনি জানালেন, আড়তদারি না থাকায় যে দামে বিক্রি করছেন সেটা আড়তের চাইতে তুলনামূলক লাভজনক। ক্ষুদ্র ব্যবসায়ী মোজাম্মেল বললেন, এখানে পণ্যের তুলনায় ক্রেতা বেশি হওয়ায় দ্রম্নত বিক্রি করতে পারছেন।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, গ্রামের ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে বিক্রির সুযোগ করে দেওয়া এবং ক্রেতা যেন প্রচলিত বাজারের চাইতে কম মূল্যে টাটকা শাক-সবজি পান সে উদ্দেশ্যে এ বাজারের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে