তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে। গত ১৪ ও ১৭ নভেম্বর কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি শিল্প, একটি বাণিজ্যিক ও ৭৭টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর, ১৭ নভেম্বর, পর্যন্ত অভিযান চালানো করে ১০৮টি শিল্প, ৬২টি বাণিজ্যিক ও ৮০৬৫টি আবাসিকসহ মোট ৮,২৩৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২ হাজার ৪৬৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৯ লাখ ৩৬ হাজার ৩৮১ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৭.১০ লাখ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি