বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ফুটবল খেলা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

1

পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৪'র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নূর নগর হাউজিং সোসাইটি স্পোর্টস মাঠে ফাইনাল খেলায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০, এসএসসি ব্যাচ-১৩কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন প্রধান অতিথি মুমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদুর রশিদ চৌধুরী।

বই উপহার

ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দেবিদ্বারে জুলাই-২৪ অভু্যত্থানে শহীদদের স্মরণে এবং জিসিএস-জেড'র সাহসকে উৎসাহিত করে মাজেদা আহসান মুন্সী পৌরগণ পাঠাগারে বই উপহার দিলেন আজগর আলী মুন্সী ফাউন্ডেশন। শুক্রবার বিকালে পৌরগণ পাঠাগারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক শতাধিক বই উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেওয়া হয়। লাইব্রেরিয়ান জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, কুমিলস্না উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজগর আলী মুন্সী ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, থানার ওসি মো. খালেদ সাইফুলস্নাহ।

কোরআন মাহফিল

ম ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার হাজার মুসলিস্নর অংশগ্রহণে জুমার নামাজের ইমামতি করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় তাফসির কারক মুফতি আমির হামজা। শুক্রবার জুমার নামাজ শেষে বিকালে মোহরটারী হাফিজিয়া মাদ্রাসা লিলস্নাহ বডিং ও এতিমখানা সংলগ্ন একটি মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি আমির হামজা। আলহাজ আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমদাদ আলী, ইসলামী বক্তা আব্দুল মোত্তালিব, অনুষ্ঠানের সঞ্চালনায় এতিমখানা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শাহীনুর রহমান শাহিন, সাইদুল ইসলাম ও শিক্ষকরা।

জনসভা অনুষ্ঠিত

ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

তরুণ রাজনীতিক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কোকডহরা হাসপাতাল মাঠে কোকডহরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেন ফুল মামুদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। এতে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিন শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (শোভা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউর রহমান খান।

সভা অনুষ্ঠিত

ম কুষ্টিয়া (কুমারখালী) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভূমিহীন সমিতির আয়োজনে অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় ভূমিহীন আঞ্চলিক সমিতির সভাপতি আব্দুল ওহাব'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাল মাটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক সাহিদা বেগম, সাংগঠনিক সম্পাদক মুর্শিদা বেগমসহ অনেকে।

পুরস্কার বিতরণ

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

শিক্ষার্থীদের মেধা বিকাশে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল হাসানাহ স্কুলে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড, বর্ণখেলা ও সেরা পাঠক প্রতিযোগিতায় বিজয়ী ৫০৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর অডিটরিয়ামে স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিমের সভাপতিত্বে ও শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল ইসলাম জিয়া, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, রানীশংকৈল কলেজের শিক্ষক মাহাবুবুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিল

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

অসুস্থ হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি জেলার শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে প্রেস ক্লাবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী, সভাপতি মঈনুল হাসান রতন, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. মহিবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. শফিক মিয়া প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলন

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরের এম সাইফুর রহমান অডিটরিয়াম সম্মেলনে আলাউদ্দিন শাহকে সভাপতি ও আব্দুল মুমিতকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা ফারুক আহমদ।

সংবর্ধনা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হবখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগডাঙ্গায় হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মনজুরুল সাঈদ বাবু।

পূর্ণাঙ্গ কমিটি

ম রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্ক সংগঠন গ্রম্নপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের (গোল্ড বাংলাদেশ) ২০২৪-২৫ বছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শতাব্দী নন্দীকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী সুমিত হাসান রাব্বীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির মডারেটর রাদিয়া আওয়াল তৃষা, সাবেক সভাপতি মো. আশফাকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ বিন মাহফুজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

মেধা বৃত্তি পরীক্ষা

ম বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

'স্বপ্ন জয়ের ইচ্ছেগুলো আকাশ ছুঁয়ে যায়' এ স্স্নোগানে নোয়াখালীতে নতুনদের মেধার সন্ধানে স্কাইরক্স মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সেনবাগে উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামে আইডিয়াল একাডেমিসহ তিনটি কেন্দ্রে মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের টিপু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলার উপসহকারী কৃষি অফিসার কামাল হোসেনসহ স্থানীয় শিক্ষানুরাগীরা।

সমাবেশ অনুষ্ঠিত

ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় দারুল ঈমান আদর্শ মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা ক্যাম্পাসে পরিচালনা কমিটির চেয়ারম্যান ও গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদারাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহে আলম। প্রধান মেহমান ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণী। এ ছাড়া বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ কয়েকজন অভিভাবক।

গণসমাবেশ

ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

গণঅভু্যত্থান পরবর্তী দেশবিরোধী ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, আওয়ামী দুঃশাসন সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখা। শনিবার বিকালে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ দক্ষিণের সভাপতি মাওলানা আবদুল ওহাবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিলস্না বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান।

চিকিৎসাসেবা

ম টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার কামারখারা ইউনিয়ন বেশনাল গ্রামে মরহুম ডাক্তার আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দিঘীরপাড় ইউপি সাবেক চেয়ারম্যান অলিউলস্নাহ খান, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল জব্বার, বিশিষ্ট শিল্পপতি ও শ্রেষ্ঠ করদাতা মুজিবুর রহমান সরদার, সমাজসেবক মো. কাশেম খান, যশলং ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মতিউর রহমান, মুন্সীগঞ্জ জেলার ড্রাগ সুপার গোলাম মোস্তফা।

ফুটবল খেলা

ম গাইবান্ধা প্রতিনিধি

প্রতিবছরের ন্যায় এবারও গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া প্রিমিয়ার লীগ নাইট ফুটবল খেলা শুক্রবার রাতে শুরু হয়েছে। স্থানীয় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. সৈয়দ আলী। ব্যবস্থাপনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শামীম প্রামাণিক বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক মো. আমির আলী, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, জেলা যুবদল নেতা ইউনুস আলী খান দুখু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি মো. ফেরদৌস সরকার রুম্মান।

নবীনবরণ

ম হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তীকৃত পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান করেছে হাবিপ্রবি শাখা ছাত্রশিবির। শনিবার সকালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসার আল মাহমুদ, অনলাইনে যুক্ত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রফেসর আব্দুস সোবহানসহ সংগঠনটির নেতারা।

ফুটবল টুর্নামেন্ট

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অুনষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া পলস্নী উন্নয়ন ক্লাবের উদ্যোগে রাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় কাহারোলের সুকানদিঘী ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দলকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশীদ কালু। সাবেক ছাত্রনেতা এম এ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল পৌর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার প্রমুখ।

কমিটি গঠন

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সুশাসনের জন্য নাগরিক সুজনের মেহেরপুরের গাংনী উপজেলা সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসে করমদি ডিগ্রি কলজের শিক্ষক ও সুজনের উপজেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েন পল্টুর সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুজনের জেলা সম্পাদক সৈয়দ জাকির হোসেন। সম্মানিত অতিথি ছিলেন সিরাজুল ইসলাম স্যার, সুজনের জেলা যুগ্ম সম্পাদক সাংবাদিক রফিকুল আলম বকুলসহ অনেকে।

সমাবেশ অনুষ্ঠিত

ম রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রানীশংকৈল উলামা মাশায়েখ উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামায়াতের অফিস কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা মাশায়েখ সভাপতি ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক মো. বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা উলামা মাশায়েখ সভাপতি মাওলানা ফজলে রাব্বী মর্তুজাবী, জেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, জেলা উপদেষ্টা মাওলানা সোলাইমান হোসেন, জেলা উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, রানীশংকৈল উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, মাওলানা মাসউদ আলম, মতিউর রহমান প্রমুখ।

বৃক্ষমেলা

ম রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জিএম রফিক আহম্মেদ। উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন এসিল্যান্ড আফতাব আহমেদ ও শিক্ষক মাসুম বিলস্নাহর সঞ্চালনায় বক্তব্যে রাখেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বাগেরহাট রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু প্রমুখ।

মতবিনিময় সভা

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেস ক্লাবে বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাব হলরুমে বিক্রমপুর নামে জেলা চাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খান। বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক ডক্টর সাইদুল ইসলাম খান অপু, কুঞ্জ বিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, লেখক ও প্রভাষক সুমন্ত রায় প্রমুখ।

কক্সবাজারে মাকে

হত্যার পর ছেলের

আত্মসমর্পণ

ম কক্সবাজার ও ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় (৬ নম্বর ওয়ার্ড) মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

হত্যার পর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ওই যুবক।

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) নামের এক যুবক। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিহত নারী হলেন আনোয়ারা বেগম মেরী (৫৫)।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ হত্যাকান্ড ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

স্থানীয় বাসিন্দা এবং ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভের তথ্য অনুযায়ী, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে নির্যাতন করতেন। সর্বশেষ গত রাতে টাকা না পেয়ে মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন।

এ সময় ঘরে শুধু আবিদ ও তার মা ছিলেন। আবিদের বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, নিহত নারীর মুখ, মাথা এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে আবিদ নিজেই থানায় গিয়ে হত্যার ঘটনা জানান।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, শহরের বড়ুয়া পাড়ায় একজন নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

'আলেমদের

ঐক্যবদ্ধ হয়ে কাজ

করতে হবে'

ম খুলনা অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কওমি-আলিয়া সব ভেদাভেদ ভুলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় সব আলেমদের এক হয়ে কাজ করতে হবে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী ওলামা বিভাগের প্রধান উপদেষ্টা ও মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরষিদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

খুলনা মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য দেন উলামা-মাশায়েখ কমিটির মহানগরী সভাপতি মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রীস আলী, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মুফতি আব্দুর রহিম সরদার, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ডি এম নূরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে