চট্টগ্রামে ঈদগাঁও উপজেলা সমিতির ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর জিইসি মোড় হোটেল ওয়েল পার্ক লবিতে ঈদগাঁও উপজেলা সমিতি চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠন ও পর্যালোচনা সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সবার সম্মতিক্রমে প্রতি ইউনিয়ন থেকে দুজন করে আহ্বায়কসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটির নাম প্রস্তাব ও চূড়ান্ত অনুমোদন করা হয়।
এতে মোহাম্মদ মহসীন সিদ্দিকীকে আহ্বায়ক এবং চিকিৎসক ডাক্তার কামরুল আযাদকে সদস্যসচিব ও মুজিবুর রহমানকে সমন্বয়ক এবং এইচ এম মহি উদ্দীনকে সহ-সমন্বয়ক নির্বাচিত করা হয়।
সভায় আগামী ২০২৫ সালের ফেব্রম্নয়ারিতে চট্টগ্রামে বসবাসরত সবাইকে নিয়ে বড় পরিসরে মেজবান, মিলন মেলা করে চূড়ান্ত কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।