ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অপরদিকে নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস, নওগাঁর পোরশায় পানিতে ডুবে ও ফটিকছড়িতে সেফটি টাংকি থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুসহ তিনজনের অপমৃতু্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ জানায়, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা ও কোষামন্ডলপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী লাবন্য আকতার গত ২৩ নভেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশ্বে আখক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তার বাবা ঘটনাস্থলে গিয়ে পরণের কাপড় দেখে মেয়ের মরদেহ শনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাবন্যর বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করা হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ধারে কাজ করছেন তারা।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে শিলিপসন মুরমু (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। শিলিপসন মুরমু রাজশাহী জেলার তানোর উপজেলার নটিপাড়া গ্রামের পরমেশ্বর মুরমুর ছেলে। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, শিলিপসন মুরমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এজন্য বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হোন। আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি তার। শুক্রবার সকালে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রামের বাসিন্দা প্রতিবেশী অনিল দেখতে পান তার বাড়ির সামনে বরই গাছে শিলিপসন মুরমু ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি প্রতিবেদককে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃতু্য মামলা হয়েছে।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় আবু তালহা নামের পাঁচ বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে নিতপুর পশ্চিম দিয়াড়াপাড়ার জসিম উদ্দিনের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, জসীম উদ্দীন তার ছোট শিশু আবু তালহাকে বৃহস্পতিবার বিকালে গ্রামের পাশে ইট ভাটায় শ্রমিকের কাজ করতে যায়। সেখানে ইট ভাটার একটি পানির হাউজে সকলের অজান্তে পানিতে পড়ে ডুবে সে মারা যায়। এ সময় তার বাবা খেয়াল না করলেও সন্ধ্যার দিকে অন্য আরেকজন শ্রমিক ওই পানির হাউজে মুখ-হাত ধোয়ার জন্য গিয়ে তালহার লাশ ভেসে থাকতে দেখতে পায়। এ সময় মৃত অবস্থায় তালহার লাশ উদ্ধার করা হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর সেফটি টাংকি থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামে স্থানীয়রা বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করতে যায়। নিহত ওই শিশু একই এলাকার আমান হোসেনের কন্যা সন্তান।