শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গঙ্গাচড়ার ইউএনও'র সঙ্গে মতবিনিময় সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গঙ্গাচড়ার ইউএনও'র সঙ্গে মতবিনিময় সভা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনগণকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জানের সঞ্চালনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখেন।

বক্তব্যে ইউএনও সবার উদ্দেশ্য বলেন, 'আপনারা যদি ভুল কারেকশন করে সঠিক পথে গাইড করেন তাহলে আমরা মনে করি সামনে যে নতুন বাংলাদেশ স্থাপিত হয়েছে সেটা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব। জনগণের কথা রাষ্ট্রের কথা অক্ষরে অক্ষরে পালন করাই আমার দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'আমরা যে স্বপ্ন দেখেছি, প্রতিটা রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখে আমাদের দেশের স্বাধীন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে