টাঙ্গাইল পাকিস্তানি হানাদার মুক্ত দিবসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল শহরে বর্ণাঢ্য বিজয়র্ যালি ও সমাবেশ করেছে। বুধবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয়র্ যালিটি শুরু হয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অ্যাডভোকেট খালেক মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় প্রমুখ। এদিন টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শনসহ নানা আয়োজনে বুধবার কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্ব্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। এরপর জেলার মুক্তিযোদ্ধারা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।