শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নড়াইলে ৩ অবৈধ ইটভাটা ধ্বংস আদমদীঘিতে মাটি খননের অপরাধে কারাদন্ড

নড়াইল ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নড়াইলে ৩ অবৈধ ইটভাটা ধ্বংস আদমদীঘিতে মাটি খননের অপরাধে কারাদন্ড

নড়াইলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার ৩টি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাঁচা ইট ভেঙ্গে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে বিনা অনুমতিতে ভূগর্ভস্থ হতে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আব্দুর রহিম উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্চ গ্রামের বছির মন্ডলের ছেলে। জানা যায়, আব্দুর রহিম তার গ্রামের পাশে একটি পুকুর থেকে বিনা অনুমতিতে এক্সক্লেভেটর মেশিন (ভেকু) দিয়ে বাণিজ্যিকভাবে ভূগর্ভস্থ পুকুর হতে মাটি খনন করে অন্যত্র বিক্রি করছিলেন। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত ওই স্থানে অভিযান চালিয়ে মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু জব্দসহ আব্দুর রহিমকে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে