শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমন্বয় সভা

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে আর্থিক ও সামাজিক কর্মকান্ডে জড়িত এমন বেশ কিছু এনজিওদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমরান হোসেন, বু্যারো বাংলাদেশের ম্যানেজার মিথুন চন্দ্র পাল আশার ব্রাঞ্চ ম্যানেজার জমির উদ্দীন, আইসিডিডিআর,বি ফিল্ড অর্গানাইজার রাজু আহম্মেদ, ব্র্যাক ম্যানেজার হুমায়ন কবির ও চাঁদপুর ডিপিওডির সহ-সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।

বীজ বিতরণ

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ২০২৪- ২৫ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে বীজ বিতরণকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানাসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩শ জন কৃষক উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে। গৌরীপুর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, পৌর কৃষকদলের সভাপতি শাহী মুন্সী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া প্রমুখ। শোভাযাত্রা ও সমাবেশে প্রত্যেক ইউনিয়ন ও পৌর কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠিত

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সীমান্তবর্তী করমুডাঙ্গা বিওপিতে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সংশ্লিষ্ট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা করমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সাপাহার ইউএনও মো. মাসুদ হোসেন, থানা অফিসার ইনচার্জ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন, হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মজনু, করমুডাঙ্গা দারুল স্যালাফিয়াহ মাদ্রাসার শায়খ- আব্দুর রহমান, পাতাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অনেকে।

শীতবস্ত্র বিতরণ

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ৬২ জন গ্রাম পুলিশকে শীতবস্ত্র প্রদান করা হয়। বকশীগঞ্জ থানা চত্বরে পুলিশ সুপারের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার মাটিরাঙ্গার জিয়ানগরে পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে শেষ দিন প্রান্তিক পর্যায়ের ২৫ জন সদস্য অংশ নেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর সুমেন চাকমা, আইডিএফের প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক সালাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাশ।

শপথ গ্রহণ

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার সততা সংঘের মাধ্যমে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক। দুর্নীতি প্রতিরোধ ও সততা স্টোর বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মদ প্রমুখ।

সমন্বয় সভা

ম কক্সবাজার প্রতিনিধি

বাল্যবিবাহ রোধে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত 'চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট' কক্সবাজার এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কোর্ডিনেটর শ্যামল ফ্রান্সিস রোজারিও এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মবিলাইজেশন অ্যান্ড সিস্টেম অফিসার লিমা মেরী রোজারিও। এছাড়া ইনোভেশন অ্যান্ড নলেজ মেনেজমেন্ট স্পেশালিস্ট ইয়াসির আরাফাত, লুইজা মন্ডল ও পার্থপ্রতিম বাকচি মবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্যানদেনিং অফিসার। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি সোস্যাল এইউ, এডুকো, পপি, বিএসএস, কমিউনিটি লিডার, সিবিও লিডার এছাড়া বিভিন্ন ইউনিয়নের মেম্বার, সংগঠক, গণমাধ্যম কর্মীসহ অন্যরা।

সংলাপ অনুষ্ঠিত

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নারীর ক্ষমতায়ন ও নারীদের বিভিন্ন সেবা প্রদানে জেলা তথ্য সেবা কেন্দ্রের চলমান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের জমিরন নেছা দাখিল মাদ্রাসার হলরুমে সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য সেবা কর্মকর্তা জিনাত আরা এ্যারিন। জমিরন নেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এ টি এম আমির উলস্ন্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী, গোলাম রব্বানী, সবুরা বেগম, সুইটি আক্তার, মনোয়ারা মনি প্রমুখ।

পরিচয়পত্র বিতরণ

ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে জাতীয় স্মার্ট কার্ড (পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা প্রমুখ। জেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।

বৃত্তি পরীক্ষা

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতিতে সরকারি প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় বৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, সহকারী শিক্ষা অফিসার (এটিও) আবু ইউসুফ, হরিদাস পাল, তারেক শিমুল, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

পর্যালোচনা সভা

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে সামাজিক আচরণ পরিবর্তন এসবিসি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবাব মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান। সুশীলনর উপজেলা সমন্বয়কারী মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প প কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো, আব্দুল আজিজ, ভার্ড এর উপজেলা ম্যানেজার সাইদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহম।

বিদায় সংবর্ধনা

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ?্যালয়ের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ?্যালয় হলরুমে প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অত্র বিদ?্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ টি এম সামশুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মো. হেলালউদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, অধ্যাপক সিরাজুল করিম, আর রাহমাহ ইসলামিক একাডেমির প্রধান হাফেজ মো. আলম।

ক্যাম্পেইন অনুষ্ঠিত

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উমরমজিদ ফেডারেশন চত্বরে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. আহসানুল কবির আদিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান রাজু, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ইউপি সচিব মকবুল হোসেন, ফেডারেশন সভাপতি আখতার আহসান, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

মেলা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ও সনাক সদস্য মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল মতিন, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবদুল কাইয়ুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

সম্মেলন অনুষ্ঠিত

ম গোপালগঞ্জ প্রতিনিধি

'গোপালগঞ্জের শিক্ষা : বর্তমান ও ভবিষ্যত'-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে শিক্ষা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল হক প্রমুখ।

আর্থিক সহায়তা

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটনের সুরক্ষা সহায়তা হিসেবে আর্থিক সহায়তার নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা মোড় ওয়ালটন পস্নাজার আয়োজনে ক্রেতা জেলার শৈলকুপা উপজেলার সাফখোলা গ্রামের আসমত আলী বিশ্বাসের স্ত্রী খাদিজা বেগমের হাতে আর্থিক সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ওয়ালটনের এরিয়া রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলার জাহিদুল ইসলাম, ঝিনাইদহ ওয়ালটন পস্নাজার শাখা ব্যবস্থাপক এস এম সাদিক ই-নুর, ওয়ালটন পস্নাজার এইচএসএস সড়কের শাখা ব্যবস্থাপক তোতা মিয়া প্রমুখ।

চিকিৎসা সহায়তা

ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মলিস্নক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষবৃত্তি ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গোড়া নালুয়া ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। ফাউন্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক অজিত কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি পরিতোষ বিশ্বাস, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

সমাবেশ অনুষ্ঠিত

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করণে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যেগে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সপ্না ভাট্টাচার্যের সঞ্চালনায় প্রধান শিক্ষক মো. কামরুল হাসানের নেতৃত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হক, প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান চুন্নু, মো. সাব্বির হোসেন, ডি এম শাহ আলম কুদ্দুস, শেখ মো. রোমান প্রমুখ।

অনুদান প্রদান

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ১৪৫ জন দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী হতে ৩৮ লাখ ৫০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করেন। বৃহস্পতিবার সকালে উমরমজিদ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. আহসানুল কবির আদিল ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম।

ত্রিবার্ষিক সম্মেলন

ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চবিদ্যালয় মাঠে সমিতির সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক কাজী আফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুল বাতেন উচ্চবিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক এ কে ফজলুল করিমের সঞ্চালনায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে