মানিকগঞ্জের হরিরামপুরে এসএসসি ১৯৯৮ ব্যাচের (সম্প্রীতির ৯৮) গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ঝিটকা পোদ্দার বাড়ি প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এ গেট টুগেদার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছিল ছেলেদের মার্বেল দৌড়, মেয়েদের পিলো পাসিং (বালিশ পাছ), মেয়েদের চেয়ার খেলা, ফুটবল (ছোট বারে গোলা দেওয়া), স্বপ্নের সিঁড়ি আরোহণ, কবিতা আবৃত্তি, একক নাচ, যৌথ নাচ, একক অভিনয়, যৌথ অভিনয়, জোকস ও সাজো যে যেমন পারো।
হরিরামপুর এসএসসি '৯৮ ব্যাচের বন্ধুদের আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সম্প্রীতির '৯৮-এর সঙ্গে যুক্ত ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়, ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়, কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মালুচী বহুমুখী উচ্চ বিদ্যালয়, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বোয়ালী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুল, দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, হুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যালয়ের '৯৮ ব্যাচের কয়েক শতাধিক শিক্ষার্থী।