রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শ্যামনগরে সিপিপি ইউনিট লিডারদের দুর্যোগ বিষয়ক ওয়ার্কশপ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শ্যামনগরে সিপিপি ইউনিট লিডারদের দুর্যোগ বিষয়ক ওয়ার্কশপ

শ্যামনগর উপজেলায় সিপিপি ইউনিট লিডারদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।

সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল আল রিফাত, সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল। উপজেলার ঈশ্বরীপুর, ভূরুলিয়া, শ্যামনগর, নুরনগর ও রমজাননগর ইউপির ৪৫ জন ইউনিট লিডার এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে