রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দুই জেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

স্বদেশ ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দুই জেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী ও দিনাজপুরের বীরগঞ্জে রাজনৈতিক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেনর্ যাব এবং পুলিশ। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ৮শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৯) ও আলাউদ্দিন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোজিনা বেগম বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের কন্যা ও আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরের্ যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় মো. মনজুর হোসেন রুমন (৪০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে তাকে গ্রেপ্তার করা হয়। মো. মনজুর হোসেন রুমন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়ার মো. আকতার হোসেনের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে