সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রাম থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের তাহিরপুর উপজেলার দায়িত্বরত বনবিট কর্মকর্তা রতীন্দ্র কিশোর রায়।
তিনি জানান, এটি একটি অজগর সাপের বাচ্চা। সাপটি লম্বায় আনুমানিক সাড়ে তিন হাত হবে। ধারণা করা হচ্ছে, সাপটি হয়তো মেঘালয়ের কোনো পাহাড়ি এলাকা থেকে নেমে বাংলাদেশের লোকালয়ে চলে এসেছে।
বনবিট কর্মকর্তা আরও জানান, আব্দুল মালেকের বাড়িতে অজগরটি আটকা পড়েছিল। সেখান থেকে সাপটিকে উদ্ধার করে সিলেটে স্নেক রেসকিউ টিমকে খবর দিয়েছি।