রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি লিটন সম্পাদক সাগর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি লিটন সম্পাদক সাগর

আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক মুক্ত সকাল পত্রিকার সান্তাহার প্রতিনিধি তোফায়েল হোসেন লিটন সভাপতি ও বিনা প্রতিন্দন্বিতায় দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি প্রতিনিধি সাগর খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নওগাঁ একুশে টেলিভিশনের প্রতিনিধি রায়হানুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক যমুনা টেলিভিশনের নওগাঁর নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন ও প্রেস ক্লাবের সদস্য আবু বক্কর সিদ্দিক এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রায়হানুল ইসলাম রতন জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি পদে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রেস ক্লাবে ১৯ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পদক অচিরেই ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে