শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দিন দিন ভরাট হয়ে যাচ্ছে আড়াইহাজারের সুপরিচিত কৈয়াবিল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯
দিন দিন ভরাট হয়ে যাচ্ছে আড়াইহাজারের সুপরিচিত কৈয়াবিল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভরাট হয়ে যাওয়া সুপরিচিত কৈয়াবিল জলাধার -যাযাদি

দিন দিন ভরাট হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সুপরিচিত কৈয়াবিল নামে একটি জলাধার। চারি দিকে মাটি ভরাট করে আবাসিক অনাবাসিক স্থাপনা নির্মাণ ও বাসস্থানের অভাব পূরণে নতুন নতুন বাড়িঘর ও শিল্প কারখানা তৈরির ফলে এ রূপ অবস্থাই হচ্ছে এক সময়ের পলো, জাল বেয়ে ও চাঁই পেতে মাছ ধরার এ জলাধারটি। এটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভা, ফতেপুর, হাইজাদী এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বেষ্টিত কয়েকশ একর এলাকা জুড়ে একটি জলাধার।

এক সময় দেশিয় মাছ শিকারী নানা রকম বক, সারস, মাছরাঙা ইত্যাদী পাখির কলরবে মুখর থাকতো প্রসিদ্ধ এ কৈয়াবিল। সেই সঙ্গে শিতের শুরুতে অতিথি পাখির ও আনাগোনা লক্ষ করা যেতো। এখন আর অতিথি পাখি তেমন একটা আসেনা। মাঝে মধ্যে দুই একটা বক সারস ছাড়া অন্য কোনো পাখিও দেখা যায় না। বর্ষায় আকাশে মেঘ থাকলে পানিতে টইটুম্বুর এ বিলের মাঝ খান দিয়ে নৌাকা আসা যাওয়া করতে ভয় পেতো। নদীর চেয়ে বেশি ঢেউয়ের উৎপত্তি হতো এ কৈয়া বিলে। কিন্তু চার পাশের এলাকাবাসি তাদের বাসস্থান গড়তে গিয়ে বিলের জমি ভরাট করে বাড়ী ঘর নির্মাণ করায় এবং কল কারখানা স্থাপন করায় এ জলাধারটি প্রায়ই ভরাট হয়ে যাচ্ছে। এর আওতায় রয়েছে একটি ঈদগাহ মাঠ,একটি কবরস্থান এবং একটি চিতাশাল।

1

এ ব্যাপারে কথা বলার জন্য আড়াইহাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সরকারী ছুটির দিন বিধায় তার সাক্ষাৎ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে