শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কালীগঞ্জে ১৭ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১
কালীগঞ্জে ১৭ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে পৌর শহরের বালীগাঁও গ্রামে বিএনপি কার্যালয়ের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

উপজেলা বিএনপি কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার। বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলায়মান আলম, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, খাইরুল হাসান মিন্টু, মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহীম প্রধান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

1

অনুষ্ঠানে একেএম ফজলুল হক মিলন বলেন, '১৭ বছরের শাসনামলে কালীগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আমার বাড়ির চার দেয়ালের ভেতর সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। আ'লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে কালীগঞ্জে বিএনপির দলীয় কর্মকান্ড আরও বেশি বেগবান হবে বলে তিনি আশা করেন।

এ সময় যুবদল নেতা মাসুদ রানা, হাসানুর রহমান জুয়েল, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদসহ কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ জিয়া, অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করে মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে