সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

'কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে'

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে'

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, 'দেশের ত্রম্নটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও অপসংস্কৃতি চর্চাই যুব সমাজ ধ্বংসের মূল কারণ। একমাত্র রাসুল (সা.) এর জীবনই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই যুব সমাজকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে।'

গত শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন নুরুজ্জামান লিটন।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াত নেতা নুরুজ্জামান লিটন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, তাহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুলস্নাহিল কাফ,ি পশ্চিমাঞ্চল রেলওয়ে এমপস্নয়িজ লীগ ওপেন লাইন শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম, শিবির নেতা মাহফুজুর রহমান ইমন, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে