সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সাধারণ সভা

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির ২৭ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের বেঙ্গল কনভেনশন হল নবনির্বাচিত সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফের সভাপতিত্বে এবং পরিচালক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম রিপন ও পরিচালক মনোয়ার আহমেদ রহমানের যৌথ সঞ্চালন প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। সভায় বিশেষ অতিথি ছিলেন চেম্বার এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মনছুরুজ্জামান জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী ক্যাটারিং অ্যাসোসিয়েশন অফ কানাডার সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্রিটিশ চেম্বারের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, মৌলভীবাজার প্রেস কাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, প্রফেসর আবু তাহের প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিকদের 'টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট : মেথডস অ্যান্ড টেকনিকস' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর আনোয়ারুল আজীম আখন্দ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালা পরিচালনা করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর ইকবাল মাহমুদ, আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ডক্টর খাইরুল ইসলাম প্রমুখ।

কমিটি গঠন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকশিমলা ২ নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধায় চকশিমলা চকবাজার হাট চত্বরে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে হযরত আলী মন্ডলকে সভাপতি, সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক, ইয়ার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। জামায়াতে ইসলামীর ওয়ার্ড আহবায়ক হজরত আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি ও পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম। উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন আমীর হাসান আলী, সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন নায়েবে আমীর সৈকত হোসেন প্রমুখ।

কৃষকদলের কমিটি

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কিশোরগঞ্জ কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম ও সদস্য সচিব উবায়দুলস্নাহ উবায়েদ স্বাক্ষরিত এ কমিটিতে পৌর কৃষক দলের সভাপতি হিসেবে সোহেল মিয়া, সাধারণ সম্পাদক শামীম মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ আকাশ, দপ্তর সম্পাদক চাঁন মিয়াসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সিআইপি নির্বাচিত

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের টানা দুইবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন দুবাই প্রবাসী মোহাম্মদ ইব্রাহীম। দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোই তাকে সিআইপি হিসেবে মনোনিত করেছে সরকার। বিশ্ব অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সিআইপি সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ইব্রাহীম আরব আমিরাতের দুবাইয়ের জুয়েলারি ব্র্যান্ড এন.আর.আই জুয়েলারি এলএলসির পরিচালক। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল গ্রামে।

কলেজ উদ্বোধন

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক মানের গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের উদ্বোধন, জিসিএস এডুকেশন স্কলারশিপ ব"ত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠাতা পরিচালক এমএ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক এবং সিনেট মেম্বার অধ্যাপক ড. সুকান্ত ভট্রাচার্য। উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আবদুল মান্নান।

ফুটবল টুর্নামেন্ট

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে নগরবাড়ী হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। উপজেলার পাঁচটি ফুটবলদল সমন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ আবু সাঈদ একাদশ টাইব্রেকারে ১-০ গোলে শহীদ মীর মুগ্ধ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নারান্দিয়া ইউনিয়নের ছাত্র-জনতা আয়োজিত টুর্নামেণ্টে স্থানীয় কৃতি সন্তান মাদারীপুরের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

রাজস্ব সভা অনুষ্ঠিত

ম কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ সঞ্চালনায় জেলার ৫ উপজেলার ইউএনওসহ রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারী মোকদ্দমা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচিত এবং করণীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

কম্বল বিতরণ

ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুইশ' দুস্থ পরিবারে শীতের কম্বল বিতরণ করেছে। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দাকারে পক্ষে এসব কম্বল বিতরণ করা হয়। গত শনিবার মগদাই পিকে সেন বাজারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা নাছির উদ্দিন। বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য সামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু সাইয়েদ, মইন উদ্দিন, সজারুল ইসলাম, সাবেক মেম্বার মফিজ উদ্দিন, রেজাউল করিম প্রমুখ।

বিশেষ সভা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

বড়দিন উদযাপন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় ইউএনও এর সম্মেলন কক্ষে এ উপলক্ষে ইউএনও সজীব কান্তি রুদ্রর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন খ্রিষ্টান চার্চের নেতৃবৃন্দ ও সরকারী বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিশেষ সভায় অংশ গ্রহণ করে। রাজস্থলী থানার এসআই প্রিয়লালসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, জামায়তের আমির ফরিদুল আলম, সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।

কারাতে প্রতিযোগিতা

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশের আয়োজনে গাজীপুর জেলা আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলার টংগী নদী বন্দর এলাকায় সংগঠনের নতুন কার্যালয়ে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টে ২৭ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনসি আব্দুলস্নাহ আল মামুন, শেকানুল ইসলাম শাহী, সেনসি জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

সমাবেশ সমাপ্ত

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁর মান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বানিসর-কালিতলা বাজার সংলগ্ন মাঠে পরানপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পরানপুর ইউনিয়ন শাখার সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন কৃষকদল উপজেলা আহবায়ক এমদাদুল হক সুলতান। এ সময় যুগ্ম আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা আহবায়ক মোমিনুল হক চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গত শনিবার উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের মুলদুয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে বে-সরকারী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ইনিশিয়্যাটিভ ফর পিপলস (দীপ)'র উদ্যোগে দীপ'র ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন করিব এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু। উপস্'িত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন কুমার মহান্ত, যুগ্ম সম্পাদক মানিক অধিকারী প্রমুখ।

\হ

সাধারণ সভা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) শুক্রবার বিকেলে গুনাগরি মাইশা স্কয়ার কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সিইও খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় মা-শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী পরিচালক আব্দুলস্নাহ্‌ আল হাসান সাকিব, এ.কে. এম মাইন উদ্দিন প্রমুখ। সভার শুরুতে ২০২৫ সেশনের জন্য নির্বাহী পরিচালক পদে ভোটগ্রহণ হয়। নির্বাচিতরা হলেন- জোনায়েদ চৌধুরী, শফিক আহমেদ, জহির উদ্দিন, মোহাম্মদ হাসান, ডা. সৈয়দ আজিম উদ্দিন, কাজী মহসিন উদ্দিন প্রমুখ।

ক্লাব নির্বাচন

ম নারায়ণগঞ্জ প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২০২৫ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফলাফল ঘোষণায় মো. সোলাইমান সভাপতি পদে বিজয়ী হয়েছেন। গত শনিবার ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। নির্বাচন পরিচালনা করেছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। তার সঙ্গে ছিলেন কমিশনের সদস্য সাইফুল আলম, কুতুব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, এবং মোহাম্মদ হোসেন মিঠু।

মহানাম যজ্ঞা

ম মুন্সীগঞ্জ প্রতিনিধি

শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঘোষপাড়া পশ্চিম ব্রজেরহাটি গ্রামে শ্রী শ্রী কালি ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অষ্টকালীন লীলা কীর্তন শেষ হয়েছে। মহানাম সুদা পরিবেশনায় ছিলেন মা কুমুদিনী সম্প্রদায় খুলনা, লব কুশ সম্প্রদায় ঝিনাইদহ, গোবিন্দ সম্প্রদায় বরিশাল, জয় রাধে শ্যাম সম্প্রদায় গোপালগঞ্জ, মদন গোপাল সম্প্রদায় বাগেরহাট, সোনার গৌর দর্শন সম্প্রদায় নীলফামারী, লীলা মাধুরী পরিবেশনায় ছিলেন, শ্রীমতি কবিতা ঘোষ ভারত, শ্রীমতি অঞ্জলী সরকার সাতহ্মিরা, শ্রীমতি অর্পণা মন্ডল বগুড়া। বিশ্ব শান্তি ও জীবের মুক্তি কামনায় মন্দির আঙ্গিণায় ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী মহানাযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দ অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করেন মন্দির কমিটি।

সভা অনুষ্ঠিত

ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ডা. অদ্রিতা চৌধুরীর সভাপতিত্বে সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের পরিচালনায় তাকে সহযোগিতা করেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক। সভায় পরিবার পরিকল্পনা, আনসার ভিডিপি, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সরকারী কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী ও নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরণ

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান '৮৯ সংগঠনের উদ্যোগে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মাঠে সুবিধাবঞ্চিত আটশ' মানুষকে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের আহবায়ক ও সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার ওসি মো. ফইম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য-সচিব যমুনা ব্যাংক পিএলপি'র কর্মকর্তা জিএম কামরুল হাসান শামীম।

সংগঠনের সদস্য কথা-সাহিত্যিক ও গল্পকার আকমল সরকার রাজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য ডা. আবু সাঈদ টিটু ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছাড়াও সংগঠনের সদস্য এমআরএ মানিক, মিজানুর রহমান, হারুন অর-রশিদ, এজাজ আহমেদ, হাফিজুর রহমান খান, মতিউর রহমান, সুজাবত আলী সুজা, অ্যাডভোকেট সুজা-উদ-দ্দৌলা, আরমান আলী বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে