সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে একটি বাড়ির ২৬ বছর আগে থেকে বসবাসকারি ঘরের সামনে অবৈধভাবে ঘর তুলে বসবাসে বাধার সৃষ্টি করে বাড়ি দখলের চেষ্ঠার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কালিকাপুর গ্রামের সামছুল হক গত প্রায় ৪০ বছর আগে কালিকাপুর মৌজায় ৮ শতক জমি কবলা মূলে কেনেন।
ক্রয়ের বছর ১৪ পরে ওই জমিতে বাড়ি করে বসবাস করে আসছিলেন।
এদিকে পূর্ব শত্রতার জেরে একই গ্রামের মৃত জেলহকের ছেলে জহুরুল ইসলাম গংরা জোরকরে সামছুল হকের বাড়ির ঘরের সামনে নতুন করে ৩টি ঘর তুলে সামছুল হকের ঘরে বসবাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
গ্রামের কয়েকজন মুরুব্বি আবুবক্কার, আব্দুর রশিদ, ইউপি সদস্য আয়নাল জিজ্ঞাসাবাদে জানান, এ বাড়ি নিয়ে স্থানীয়ভাবে দেন দরবার করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
কিন্ত জহুরুল ওই বাড়ির উপর ১৪৪ ধারা মামলা করে নিজেই আইন ভঙ্গ করে সামছুর ঘরের সামনে ঘর তুলেছেন।