কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, ভৈরব, অস্টগ্রাম, ইটনা, মিঠামইনসহ ১৩ উপজেলার বোরো বীজের কোনো কমতি নেই বলে জানিয়েছে জেলা বিএডিসি অফিস। ডিলার ও কৃষক পর্যায়ে সরকারিভাবে ইরি বোরো ধানের বীজ কৃষকরা নিতে পারবেন। কৃষি সম্প্রশারণ বীজ বপণ কিশোরগঞ্জ বিএডিসি'র মাধ্যমে এ বছর ৩ হাজার একশ' মেট্রিক টন ধানের বীজ বরাদ্দ হয়েছিল। তার মধ্যে ১ হাজার ৬শ' মেট্রিক টন ধান বিক্রি হয়েছে ও ১৫০০ মেট্রিক টন বীজ ধান এখনো মজুদ রয়েছে। এ বছর ধানের বীজের কোনো অভাব পড়বে না বলে বিএডিসি সূত্রে জানা গেছে। এ বছর ৭ লাখ ৩৭ হাজার ২ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে বিএডিসি সূত্রে জানায়।