নরসিংদীতে মহান বিজয়ের মাস উপলক্ষে ন্যাপ-কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধকালীন সময়ের উওর দক্ষিণ পূর্ব বঙ্গের ১১ জেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর।
গেরিলা মুক্তিযোদ্ধা ও জেলা গেরিলা মুক্তি বাহিনীর আহ্বায়ক আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ফওজিয়া মোসলেম। বিশেষ গেরিলা বাহিনীর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ননী, নরসিংদী জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, জেলা ঐক্যন্যাপ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুলস্নাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, মুক্তিযোদ্ধা প্রজন্ম খালেদা ইয়াসমিন কনা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসএমএ সবুর মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও বৈষম্য দূর না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। বিজয়ের এ মাসে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য দূর করার আহ্বান জানান।