খুলনার পাইকগাছায় ৪দিন ব্যাপী ৫টি সেশনে উপজেলার ১০টা ইউনিয়নের ইউপি সদস্যের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মে থেকে ৪ দিনব্যাপী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সদস্যদের কে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত ওসি মো. ইদ্রিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং গ্রাম আদালত বিষয়ক উপজেলা প্রতিনিধি শিশির চৌকিদার।
প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের শক্তি, এখতিয়ার, ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশে ফৌজদারি ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী ও প্রজেক্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।