রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের প্রশিক্ষণ শুরু
মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত অংশগ্রহণকারী -যাযাদি

মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের ১২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে ইন্সটিটিউটের হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়।

মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে ভার্চুয়ালি কথা বলেন, বাংলাদেশ সমবায় একাডেমি, কৌর্টবাড়ি, কুমিলস্নাহ'র অধ্যক্ষ কাজী মিছবাহ উদ্দিন ও বিভাগীয় সমবায় সিলেট বিভাগের যুগ্ম নিবন্ধক আশিক কুমার বড়ুয়া। বক্তব্য দেন ইস্টটিটিউটের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক জালাল উদ্দিন, ইলেকট্রনিক বিভাগের প্রশিক্ষক মোস্তফা কামাল। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ও রাজনগর অর্থনৈতিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য আব্দুল ওয়াদুদ, সিলেটের বালাগঞ্জ প্রশিক্ষনার্থী সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার প্রশিক্ষনার্থী কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।

1

১২ দিনের প্রশিক্ষণে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত বিভিন্ন সমবায় সমিতির ৫০জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে