গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী ও সচিব জহিরুল ইসলাম এবং পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীসহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম।
বৃহস্পতিবার দুপুরে পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এ অভিযানে প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়।
সেই সঙ্গে দখলমুক্ত হয় ফুটপাত। ফুটপাতের দখল উচ্ছেদের ফলে, যাত্রীদের চলাচলে সুবিধা হবে এবং স্ট্যান্ডের চারপাশে যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
ইউএনও মইনুল হক বলেন, 'এটি আমাদের একটি ধারাবাহিক উচ্ছেদ অভিযান। ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে জনগণের চলাচলে সুবিধা হবে।
পাশাপাশি, রাস্তার পাশে অবৈধ দোকানপাট স্থাপন এবং ফুটপাত দখল করা কখনোই আইনসঙ্গত নয়। আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাব।'