বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মেহেরপুরে পেঁয়াজের নায্যমূল্য না পাওয়ায় ক্ষতির মুখে চাষিরা

গোলাম মোস্তফা, মেহেরপুর
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
মেহেরপুরে পেঁয়াজের নায্যমূল্য না পাওয়ায় ক্ষতির মুখে চাষিরা
মেহেরপুরে ক্ষেত থেকে পেঁয়াজ তুলে সংরক্ষণ কাজে ব্যস্ত কৃষি শ্রমিক -যাযাদি

পেঁয়াজের নায্য মূল্যে না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরে চাষিরা। গেল কয়েক সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

তবে অব্যাহত দরপতনে এখন বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন কৃষক। পেঁয়াজ আমদানী বন্ধ করে নায্য মূল্যে নিশ্চিত করার দাবি তাদের।

1

আর কৃষি বিভাগ বলছে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি একসঙ্গে বাজারজাত করায় দাম কমে গেছে। কিছুদিন সংরক্ষন করে বিক্রি করতে পারলে নায্যমূল্য পাবেন চাষিরা।

চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের চাষ হয়েছে। বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছে ৫০-৫৫ হাজার টাকা। জমির লিজ ২০ হাজার টাকা মিলে মোট ৭০-৭৫ হাজার টাকা খরচ।

গেল বছরের তুলনায় এবছর পেঁয়াজের ফলন হচ্ছে কম। গেল বছর প্রতি বিঘা জমিতে ৮০ থেকে ১শ মণ পেঁয়াজ পেলেও এবছর বীজে সমস্যা থাকার কারনে উৎপাদন হচ্ছে ৬০- ৭০ মণ।

বর্তমান বাজার ২৫-৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে চাষীর ঘরে আসছে ৬০-৭০ হাজার টাকা। ফলে উৎপাদন খরচই উঠছে না। এদিকে পেঁয়াজ চাষে উচ্চমূল্যে বীজ, সার, সেচ, কীটনাশক, শ্রমিকের মুজুরি ও পরিবহন সহ অন্যান্য খরচ করতে যেয়ে উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ। সে হিসাবে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুমে এর দরপতনে চাষিদের মাথায় হাত। চাষিরা বলছেন, এ লোকসান থেকে বাঁচতে উৎপাদনের ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করাসহ সরকারি উদ্যেগে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করলে লোকসান থেকে বাঁচা সম্ভব।

তারা আরও বলনে, ঋণ করে পেঁয়াজ চাষ করায় লোকসানের মুখে পড়েছেন। এমনিতেই পেঁয়াজ চাষে উৎপাদন খরচ বেড়েছে, তবে বাড়েনি পেঁয়াজের দাম। আবার এখন বাইরে থেকে আমাদানি করা হচ্ছে পেঁয়াজ। চাষিদের পেঁয়াজ উত্তোলনের সময় আমদানি বন্ধ রাখা হলে ন্যায্যমূল্য পাওয়া যেত। এখন লোকসানের ভয়ে পেঁয়াজ জমি থেকে তুলতে পারছেন না চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার যায়যায়দিনকে জানান, অন্যান্য বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় চাষিরা এ চাষে ঝুঁকেছেন। সবাই একসঙ্গে পেঁয়াজ উত্তোলন করায় দাম কমে গেছে। তবে ধাপে ধাপে বিক্রি করতে পারলে লাভ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে