বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
নাসিরনগর ও শায়েস্তাগঞ্জে ভিন্ন দাবিতে কর্মসূচি

উখিয়ায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধের দাবিতে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
উখিয়ায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধের দাবিতে মানববন্ধন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ ও স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় -যাযাদি

রোহিঙ্গাদের দ্রম্নত প্রত্যাবাসন ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মানববন্ধন ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ, রোহিঙ্গাদের দ্রম্নত স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন। শুক্রবার বিকেলে উখিয়া উপজেলার পালংখালী বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার জাহান চৌধুরী।

1

মানববন্ধনে বক্তারা বলেন কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে এখানকার আইনশৃংখলা পরিস্থতি দিন দিন অবনতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে খুন খারাবিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৮ বছর হতে চলেছে একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে গৃহযুদ্ধের কারণে আরী লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের মানুষের জীবনযাত্রা ঝুঁকিপুর্ন হয়ে পড়বে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা এম মোক্তার আহমদ, অ্যাডভোকেট রেজাউল করিম, শাহাব উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ানুর রহমান ও অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রবিউল হোসাইন।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিল হারানোর শঙ্কায় মানববন্ধন করেছে কয়েক শতাধিক জেলে পরিবার। গত বৃহস্পতিবার উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে পুটিয়া বিল সংলগ্ন নদীর পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ইউএনও বরাবর স্বারক লিপি দেন জেলেরা।

মানববন্ধনে জেলেরা জানান, উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে কয়েক শতাধিত জেলে পরিবারের বসবাস। এসব জেলে পরিবারের প্রায় সহস্রাধিক লোকের জীবিকা নির্ভর করে এই পুটিয়া বিলের উপর। এছাড়াও ভলাকুটকান্দি, কান্দিপাড়ার জেলেরাও এ বিলের উপর নির্ভরশীল। ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় লিমিটেড নামক সমিতির মাধ্যমে ইজারা নিয়ে এতদিন পুটিয়া বিলে মাছ ধরতেন তারা। সম্প্রতি পার্শ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবী গ্রামের ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতি পুটিয়া বিল ছয় বছরের স্কীমে ইজারা নিতে মন্ত্রণালয়ে আবেদন করে। এর পর থেকেই বিল হারানোর শঙ্কা দেখা দেয় ভলাকুটের জেলেদের মধ্যে।

জানতে ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সতীশ দাসকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাধে শ্যাম বলেন, 'শুনছি আমরার সমিতি বিল পাইছে। এর বেশি কিছু বলতে পারতাম না।'

নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব কাজী রবিউস সারোয়ার বলেন, 'যারা আবেদন করেছে তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা উপজেলা সমবায় অফিস ও মৎস্য অফিসের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়ে মতামত পাঠাই। মন্ত্রনালয় থেকে সিদ্বান্ত নেওয়া হয়।'

নাসিরনগর ইউএনও ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহীনা নাছরিন বলেন, 'আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রকৃত বিষয়টি উলেস্নখ করে মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছি। বাকি সিদ্বান্ত মন্ত্রণালয় নেবে।'

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে রেলওয়ে পার্কিং থেকের্ যালি বের হয়।র্ যালী শেষে সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল হক সাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এমএফ আহমেদ অলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ মেম্বার। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মামুন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক শোভনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা সান্টু, রউফ, রাফেল, পারভেজ, এমরান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে