বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

'ইতিবাচক কাজ দিয়ে জনগণের মন জয় করতে হবে'

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
'ইতিবাচক কাজ দিয়ে জনগণের মন জয় করতে হবে'
নরসিংদীর বেলাবোতে কর্মিসভা ও জনসংযোগ অনুষ্ঠিাতে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল -যাযাদি

বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, মানুষের সুখে দুখে পাশে থেকে ইতিবাচক কাজের মাধ্যমে জনগনের মন জয় করতে হবে।

শুক্রবার নরসিংদীর বেলাবো উপজেলার সলস্নাবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মিসভা ও জনসংযোগকালে প্রধান অতিথির বক্তবে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

1

তিনি আরও বলেন, দলে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'জিরো টলারেন্স' ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি, যারা দলের সাইনবোর্ড ব্যবহার করে অপকর্মে জড়াবে তাদের স্থান দলে নেই। তাদের প্রয়োজনে আইনের আওতায় আনা হবে। কোনো প্রকার অন্যায়-জুলুম করবেন না। এটা সব সময় মনে রাখবেন। যারা গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি করেছে তারা আজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ দায় শেখ হাসিনা ও তার দোসরদের নিতে হবে। তাদের দ্রম্নত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

উপজেলার বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বিলস্নার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কয়েস মিয়া, বেলাব কৃষক দলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব মোস্তফা মিয়া, জেলা ছাত্র দলের সদস্য মোবারক হোসেন, ছাত্র নেতা পাপন হাসানসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে