বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আন্দোলনে আহত ছাত্রের পুনর্বাসনে মানবিক বিজিবি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
আন্দোলনে আহত ছাত্রের পুনর্বাসনে মানবিক বিজিবি

জুলাই-আগস্টের গণ-অভু্যত্থানে ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে।

এর প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতোমধ্যে বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

1

এ ছাড়াও সারা বাংলায় বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টরের কমান্ডার আন্দোলনে আহত লংগদু সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আমান উলস্নাহকে চিকিৎসা বাবদ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিকল্প কর্মসংস্থান হিসেবে আয় রোজগারের জন্য একটি দোকানের চাবি প্রদান করেন।

এ সময় লংগদু থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী, শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে