ছাত্রদের আন্দোলনের সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে ছোঁড়া গুলিতে আহত অসহায় বাপ্পীর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শুক্রবার পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় বসবাস করা বাপ্পীর পরিবারের কাছে যান তিনি। এ সময় আহত বাপ্পীর বাবার হাতে নগদ অর্থ প্রদান করেন। এ ছাড়াও চিকিৎসার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এ সময় বাড়ির মালিক পৌর বিএনপি'র ৭নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রিন্স আহত বাপ্পির ঘর ভাড়া বকেয়া ৭০ হাজার টাকা মওকুফ করে দিয়েছেন।
জানা যায়, ৫ আগস্ট আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে যোগ দিয়েছিল গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ৮ শ্রেণির ছাত্র মো. বাপ্পি। ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে ছোঁড়া গুলি বাপ্পির মেরুদন্ডের পাশ দিয়ে বিদ্ধ হয়ে শরীরের নাড়ি ভুড়িকে চূর্ণবিচূর্ণ করে দেয়। কেটে ফেলা হয়েছে পায়ুপথ, ক্ষত-বিক্ষত শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে বাপ্পি। চিকিৎসার জন্য স্বল্প আয়ের বাবা ইতিমধ্যে সহায় সম্বল বিক্রিও করেছেন।
বিএনপি নেতাকে পেয়ে বাপ্পীর বাবা বলেন, 'বাপ্পীকে নিয়ে ভয়ে আছি, তার শরীরে পচন ধরে গেছে, অভাবের তাড়ণায় ঠিকমত চিকিৎসা করতে পারছি না। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার টাকা বাকি রয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বাকি টাকার জন্য মামলার হুমকি দিচ্ছে।'
বাপ্পীর বাবা-মায়ের উদ্দেশে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, 'ছাত্র আন্দোলনে যারা আওয়ামী লীগের দুর্বৃত্তের গুলিতে আহত-নিহত হয়েছেন তাদের অবদান ভোলার নয়। তাদের জন্যই আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশ পেয়েছি। আমি ইতোমধ্যে আন্দোলনে আহত আরও কয়েকজনের চিকিৎসা করিয়েছি। বাপ্পীর জন্য কিছু করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব।'
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল হক শ্যামল, ওয়ার্ড বিএনপির নেতা মোবারক হোসেন তুহিন বেপারী, আশ্রাব আল নিজাম, মোজাম্মেল হক রতন, জাকিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহিম ভূঁইয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এস এম পলাশ চঞ্চল, ছাত্রদল নেতা রাসেল সরকার, মাসুদুর রহমান মাসুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।